আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে
_____________________________
সুহৃদ
শাক্যমুনি কি ধুয়েছিলো দেহ সরোবরের জলে অথবা তার মাতা
উপত্যকতার আবদ্ধ জলে কোথা হতে এলো বরফনীলগন্ধ পদ্মপাতা
জেগে উঠনা ভোর
সুনীল জলের মাঝে শুভ্র হীম পাথর চোখ ডুবে দেখে নেব মানস সরোবর
কৈলাসের দেহ গলে নেমে আসা জলের শীতলতা অনুভব করা
হয়নি কখনো
ব্রহ্মপুত্রের জলে শরীর ভেজানো হলোনা এখনো
নিদ্রালোকিত ক্রমবর্ধমান পথে একদিন সরোবরের জলে দেহ ভিজিয়ে কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে
অতঃপর
সাগর শূন্যতায় অথবা স্বেচ্ছা নির্বাসনে
সুহৃদ
বাঁকে বাঁকে ব্রহ্মপুত্রের জলস্পর্শ করো
সমুদ্রে যাবার আগেই তার শীতলতা অনুভব করো।।
________________
_______ বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।