আমাদের কথা খুঁজে নিন

   

কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে _____________________________ সুহৃদ শাক্যমুনি কি ধুয়েছিলো দেহ সরোবরের জলে অথবা তার মাতা উপত্যকতার আবদ্ধ জলে কোথা হতে এলো বরফনীলগন্ধ পদ্মপাতা জেগে উঠনা ভোর সুনীল জলের মাঝে শুভ্র হীম পাথর চোখ ডুবে দেখে নেব মানস সরোবর কৈলাসের দেহ গলে নেমে আসা জলের শীতলতা অনুভব করা হয়নি কখনো ব্রহ্মপুত্রের জলে শরীর ভেজানো হলোনা এখনো নিদ্রালোকিত ক্রমবর্ধমান পথে একদিন সরোবরের জলে দেহ ভিজিয়ে কৈলাস ধুয়ে পাদদেশ ছুঁয়ে মিশে যাব ব্রহ্মপুত্রে অতঃপর সাগর শূন্যতায় অথবা স্বেচ্ছা নির্বাসনে সুহৃদ বাঁকে বাঁকে ব্রহ্মপুত্রের জলস্পর্শ করো সমুদ্রে যাবার আগেই তার শীতলতা অনুভব করো।। ________________ _______ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।