আমাদের কথা খুঁজে নিন

   

নারীদেহ : কবিতাভূমি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

নারীদেহ : কবিতাভূমি শাফিক আফতাব............ তোমার চুল, চোখ, কপাল, কপোল, কর্ণ হস্ত, পা স্তন আর স্তনের বোঁটা, তোমার আবেগ অনুভূতি প্রীতি স্মৃতি তাবৎ কার্যকলাপ __ তোমার নড়াচড়া, ঘুম, প্রেম, দুঃখবিরহ, দৈন্যদশা আর বুকের কৌটা, তোমার ব্যবহার্য ভাষা, ধ্বনি, যোনি আর সাবলীল সংলাপ__ __সব কবিতার উপাদান আমার, সব সাহিত্যের এক প্রবলতম অনুষঙ্গ : তোমাকে পেলে সুন্দর পৃথিবীর আমার, বুকের ভিতর আহা ! কত মধুর আসঙ্গ। তোমার চুলগুলো বিদিশান নিশা নয়, নদীতীর কাশফুল লতা, তোমার মুখ শ্রাবস্তীর কারুকার্য নয়__শিশির ভোরে ফুটে থাকা প্রথমগোলাপ, তোমাকে পেলে দূরে সরে যায় জীবনের বিষাদ, আর যত মৌন নীরবতা__ পাখির ছানার মতোন আমি ফুটে যাই__ পেলে তোমার সুবাসতি উত্তাপ।

তোমার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে থাকে আমার কবিতার ছন্দ ধ্বনি আর অন্তমিল, তোমার সাথে আমার থাকে মুক্তক ছন্দের গতি, আর অনুপ্রাসের তাবৎ কারুকাজ__ তুমি পাশে এলে দেখি তোমার দেহের ছোঁয়ায় আকাশের বিস্তার হয়েছি গাঢ় নীল ; তোমার জন্য আমি পর করে ফেলেছি আমার পেশা দেশ আর আমার আবহমান সমাজ। ২৯.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।