আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন, নারীদেহ আর মানসিকতা বিষয়ক ক্যাচাল...



Click This Link এই একটি বিষয় নিয়ে এর আগেও অনেক ক্যাচাল দেখেছি। খুব খারাপ একটা কথা মনে আসল কিন্তু লিখতে বাধলো...তারপরও একটু ঘুরিয়ে বলি, যেসব মানুষ এই বিজ্ঞাপনটার মধ্যে শুধু একটি নারীদেহ কিংবা অন্যরা যারা খাঁটি দুধের সাথে ছবির নারীদেহের সাংকেতিক যোগাযোগ দেখেছেন তাদের জন্য তো হাল ফ্যাশনের জিন্স টি-শার্ট পরা মেয়েরা গেলে একেবারে চোখ দিয়ে মেয়ের চৌদ্দগুষ্ঠির গর্ভে সন্তান উৎপাদন করে ফেলবেন রে ভাই..! জিন্স টি শার্ট পরা উচিত কি না সে বিতর্কে নতুন করে না যাই। তবে নারী দেখামাত্র নারীর বক্ষ কিংবা নিতম্ব দেখার এই মানসিকতা পরিবর্তন করলে সমস্যা এতদূর যেত না...বাসের সব লোক নিশ্চয়ই ছবির ওই মেয়েকে নিয়ে উৎসাহে মাতে না...তার মানে হল সবার রূচি একরকম নয়, কারো কারো নারীদেহের প্রতি প্রবল আসক্তির প্রতিফলনই হল বাসের সেই কুরূচিপূর্ণ মন্তব্যগুলো এবং ব্লগের এই মিনিংলেস আলোচনা। আর যারা মা-বোনের কথা তুলেছেন, তাদের বলি ভাই আমার মা-বোন যদি আপনার সামনে একটা জিন্স পরে যায় তবে আপনি আমার বন্ধু হয়ে সেদিকে এই লালসাপূর্ণ দৃষ্টি মেলে ধরবেন..? আপনার নিজের নিকটাত্মীয়রাও তো তাহলে আপনার জন্য নিরাপদ নয়..! ধরুন, একজন শাড়ি পরেছে, যথেষ্ট শালীনভাবেই পরেছে। তার ফিজিক্যাল কন্সট্রাকশন এমন যে তাকে খুব আকর্ষণীয় লাগছে।

আবার যথেষ্ট সাবধানতার পরও তার কোমরের সামান্য অংশ অনাবৃত। আপনি প্রথমেই তার কোমরের দিকে তাকাবেন? যদি তাকান, তাহলেও আপানার মানসিক সুস্থতা নিয়ে আপনি নিশ্চিন্ত..? আবার ধরুন শাড়িপরা এই নারীটিই বিজ্ঞাপনটির মডেল। সে অফিসের কাজে খব উচ্ছলতার ভঙ্গিতে আছে, ফলে তার নারীময়তা ফুটে উঠেছে বেশ জোরের সাথেই। ভাষাও একই....তাহলেও কি আপনি বলবেন যে সে তার শরীর দিয়ে আপনাকে কূরুচিপূর্ণ ইঙ্গিত করেছে? যদি আপনার এরকমই মনে হয় তবে বিশ্বাস করুন আপনার মানসিক স্বাস্থ্যই অস্বাস্থ্যকর। পরিবর্তন সেখানে দরকার...বিজ্ঞাপনে নয়।

আমাদের সামাজিক কাঠামোগত বিন্যাসের কারণেই আমরা নারীর প্রতি একটু বেশি সংবেদশীল। কিন্তু সেই সংবেদনশীলতা যদি আমাদেরকে পারভার্টেড করে তোলে তাহলে আমরা সামাজিক জীব না হয়ে পাশবিক জীবনই কামনা করতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.