আমাদের কথা খুঁজে নিন

   

মুমিনুলের 'ডায়মন্ড ডাক'

বাংলাদেশ দলের অবস্থা সব সময়ই শীতের রাতে গরিবের ছিঁড়া কাঁথার মতো। মুখ ঢাকতে পা উদাম হয়ে যায়। টাইগাররা কখনোই পুরো শক্তির দল নিয়ে হোম সিরিজে মাঠে নামতে পারেনি! ২০১০ সালে নিউজিল্যান্ডকে যে সিরিজে 'বাংলাওয়াশ' করা হয়েছিল, তখনো তো তামিম ইকবাল ছিলেন না। প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। ঘরের মাঠে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সাকিব আল হাসান ছিলেন।

এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বে-রসিক জ্বর সাকিবকে খেলতে দিল না। কিন্তু টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার মুমিনুল ছিলেন বলেই দুশ্চিন্তাও ছিল না। কিন্তু ম্যাচ শুরু হতে না হতেই মিরপুরে খেলা দেখতে আসা দর্শকের কপালে চিন্তার রেখা পরিষ্কার হয়ে যায়। তৃতীয় ওভারেই প্যাভিলিয়নের পথে তামিম ইকবাল। চতুর্থ ওভারে 'ডায়মন্ড ডাক' পেলেন মুমিনুল হক।

কোনো বল মোকাবিলা করার আগেই রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। অবশ্য এতে মুমিনুলের দোষ ছিল না। স্ট্রাইকিং প্রান্তে থাকা এনামুল হক বিজয় বল মিড উইকেটে পাঠিয়ে দিয়েই রান নেওয়ার জন্য কল দেন। মুমিনুল কোনো দিকে না তাকিয়ে দৌড় দেন। কিন্তু পিচের অর্ধেক যাওয়ার পর এনামুল তাকে বাধা দেন।

তারপর দুই ব্যাটসম্যানই একদিকে দৌড় দেন। পরিণতি যা হওয়ার তাই হয়। রান আউট হয়ে যান মুমিনুল। উইকেট আগে পেঁৗছার জন্য বেঁচে যান এনামুল।

টেস্ট সিরিজে টানা দুই সেঞ্চুরি করায় ওয়ানডে সিরিজে মুমিনুল হককে নিয়ে দর্শকের প্রত্যাশার পারদটা ছিল অনেক উপরে।

সাকিবের অনুপস্থিতিতে নির্ভরতাও অনেক বেড়ে গিয়েছিল তার ওপর। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সব শেষ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই নিশ্চুপ হয়ে যায় পুরো স্টেডিয়াম। কোনো বল খেলার আগেই মুমিনুলের এই আউটটা যেন কেউ-ই মেনে নিতে পারছিলেন না। গতকাল মিরপুরে খেলা দেখতে আসা কলাবাগান মহিলা ক্রিকেট দলের সদস্য রিমা আক্তার রিমির কণ্ঠেও ঝরল হতাশা।

'সাকিব না থাকায় এমনিতেই মনটা খুবই খারাপ ছিল। ভেবেছিলাম মুমিনুল হয়তো ব্যাটিংয়ে সাকিবের অভাবটা পূরণ করে দিতে পারেন। কিন্তু এটা কী হলো? কোনো বল মোকাবিলা করার আগেই আউট হয়ে গেলেন মুমিনুল। খুবই খারাপ লাগছে। '

মুমিনুলের রান আউট শুধু তার নিজের জন্য নয়, বাংলাদেশের জন্যও দুর্ভাগ্যের।

কেননা টেস্ট সিরিজে মুমিনুল ছিলেন কিউই বোলারদের জন্য আতঙ্ক। কিন্তু নিউজিল্যান্ড এত সহজে সেই আতঙ্ক থেকে মুক্তি পাবে তা কি কেউ ভেবেছিল! তাছাড়া যার জন্য মুমিনুল আউট হলেন, সেই এনামুল হক বিজয়ও তো সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন মাত্র ১৩ রান করেই। তবে মজার ব্যাপার হচ্ছে, মুমিনুলের 'ডায়মন্ড ডাকের' পরও কাল বাংলাদেশ ২৬৫ রানের বড় স্কোর গড়েছিল।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.