আমাদের কথা খুঁজে নিন

   

বেকহামের ফ্রি-কিক রহস্য!

ফুটবল জগতে ফ্রি-কিকের জাদুকর ডেভিড বেকহ্যাম। প্রাক্তন ইংল্যান্ড তারকার ফ্রি কিক থেকে গোল করার দাপটে দু’দশকে বিশ্বখ্যাত গোলকিপাররাও কম নাকাল হননি। গ্ল্যামার, ফ্যাশন, স্টাইলের সঙ্গে বেকহ্যামের বাঁকানো শট বিমোহিত করেছে অনেককেই । কিন্তু অবিশ্বাস্য ফ্রি-কিকগুলো কী ভাবে আয়ত্ত করেছিলেন প্রাক্তন ম্যান্চেস্টার ইউনাইটেড তারকা?

রহস্যটা এত দিন পর ফাঁস করলেন খোদ বেকহ্যাম। বোনের টেডি বিয়ারে শট মেরে মেরেই নাকি আত্মস্থ করেছেন এই বিশেষ ক্ষমতা।

ইংল্যান্ড মিডিয়ায় এমনটাই বলেছেন বেকহ্যাম।

তার ভাষায়, 'বোধহয় লাখখানেক ফ্রি কিক নিয়েছি। বাড়ির পাশের পার্কে চলে যেতাম প্র্যাকটিস করতে। মাঠে বলটা রাখতাম আর দূরের একটা বাড়ির জানালায় রাখা তারের জালকে নিশানা করে শট মারতাম'।

সঙ্গে আরও যোগ করেন, 'বাবা যখন বাড়িতে ফিরতেন দু’জনেই মাঠে চলে যেতাম।

বাবা গোলপোস্ট আর আমার মাঝে দাঁড়িয়ে বলটাকে বাঁকিয়ে জালে জড়াতে বাধ্য করতেন। আশ-পাশের সবাই ভাবত আমরা পাগল। সূর্য ডুবে গিয়ে পার্কের পাশের বাড়িগুলোর আলো জ্বলে উঠত। আমরা প্র্যাকটিস করেই যেতাম। '

আর বাড়িতে ফিরেও শেষ হত না প্র্যাকটিসের পালা।

কিন্তু ঘরে ফুটবল আনতে মানা ছিল। তাই বোনের টেডি বিয়ারগুলোই তখন  ফুটবল হয়ে উঠত বেকহামের।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।