আমাদের কথা খুঁজে নিন

   

হয়তঃ মাথা আছে বলেই মাথা ব্যাথা, না থাকলে নয়।

দেশের জন্য উজাড় করা ভালবাসা

অস্থির মন, অস্থির শরীর, অস্থির শিরা ও উপশিরা, চারিদিকে লাশ, গুম, হত্যা, সন্ত্রাস, নির্মূল অভিযানের বিকট শব্দ, এই সময় ১৯৭১ নয়, নয় ১৯৯০, তবুও সর্বত্র অস্থিরতা। এরই মাঝে গানের সুর কি ভাল লাগে? ভাল কি লাগে আগের মত দুবেলা, দুমুটো ভাত? কিংবা অতি প্রিয় প্রিয়তমার সুমিষ্ট ভাষার ডাক। আমি আরো বেশী অস্থির যখন দেখি তোমাদের, দেখি ভাবলেশহীন হয়ে কি আনন্দে তোমরা কাবাবের সাথে পরটা মিশাও, দেখি কি উদ্যমে আরো আরো উন্নতি তোমাদের ছুঁয়ে যায়, কত নিশ্চিন্তভাবে নিজেকে নিরাপত্তার ছাদরে ঢেকে রেখেছ, অন্যদের বিপদ দেখেও নিজের পথ একটুও ছাড়লে না। উল্টো বললে কি হবে এসবে? যাক দেশ রসাতলে যাক, তোমার এত মাথা ব্যথা কেন? উত্তর একটাই, হয়তঃ মাথা আছে বলেই মাথা ব্যাথা, না থাকলে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।