সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন ঘটনায় বহিষ্কৃত ও বিতর্কিত নেতাকর্মীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমোদনে জাবি শাখা ছাত্রলীগের ১৬২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, দীর্ঘ ১৩ মাস পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। নবগঠিত এ কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৯ জন সাংগঠনিক সম্পাদক, ৩৩ জন সহ-সম্পাদকসহ বাকি ৮৭ জনকে অন্যান্য পদ দেওয়া হয়েছে।
এদিকে, পূর্ণাঙ্গ এ কমিটিতে সাংবাদিক নির্যাতনকারী, ইভটিজারসহ বিভিন্ন ঘটনায় বহিষ্কৃতদের স্থান রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।