প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডাস্ট্রি ডিজাইনার মার্ক নিউসনের সঙ্গে আইভ বিশেষভাবে নির্মিত রেড ম্যাক প্রোটি ২৩ নভেম্বর সোথবির নিলামে উঠতে যাচ্ছে। ডিভাইসটিতে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছেন আইভ।
সোথবির ওয়েবসাইট অনুযায়ী, নতুন এই ম্যাকপ্রোটির বিক্রয়মূল্য হবে ৪০ থেকে ৬০ হাজার মার্কিন ডলার। বিশেষ এই ম্যাক প্রো থেকে অর্জিত অর্থ বিশ্বব্যাপী এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চিকিৎসার জন্য তহবিলে জমা করা হবে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।