দলে ফিরেছেন স্ট্রাইকার গনসালো হিগুয়াইনও। গত মাসে পেরু ও উরুগুয়ের বিপক্ষে ঐ দুই ম্যাচে তিনিও চোটের জন্য খেলতে পারেননি। তার আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি এ মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেয়া হিগুয়াইনের।
দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ২০১১ সালে আর্জেন্টিনার পক্ষে সর্বশেষ খেলেছিলেন তিনি।
আর্জেন্টিনার এই দলে নতুন মুখ দুজন - ফাকুন্দো রোনকাগলিয়া ও লুকাস অর্বান। দুজনই ডিফেন্ডার। রোনকাগলিয়ার দল ইতালির ফিওরেন্তিনা, আর অর্বানের ফ্রান্সের বোর্দো।
১৫ নভেম্বর নিউ ইয়র্কে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তার চার দিন পর যুক্তরাষ্ট্রের আরেক শহর সেন্ট লুইসে বসনিয়ার সঙ্গে লড়াই।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: স্যার্হিও রোমেরো, মারিয়ানো আনদুহার।
ডিফেন্ডার: ফাকুন্দো রোনকাগলিয়া, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফেরনান্দেস, এসেকিয়েল গারায়, মার্কোস রোহো, উগো কামপাগনারো, হোসে বাসান্তা, নিকোলাস ওতামেন্দি, লুকাস অর্বান।
মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, আনহেল ডি মারিয়া, এভার বানেগা, রিকার্দো আলভারেস, লুকাস বিগলিয়া, এরিক লামেলা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, রদ্রিগো পালাসিও, গনসালো হিগুয়াইন, স্যার্হিও আগুয়েরো, এসেকিল লাভেসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।