প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
সায়ার নিচে বাস করে নীল প্রজাপতি
শাফিক আফতাব
তুমি সুতি কাপড়ের কাপে রাখো পুলকের তরল
স্পর্শে মনে হয় যেন মুঠো মুঠো তৃষ্ণার জল
জলের গভীর থেকে আসে সুবাসের বিন্দু বিন্দু ফোটা
গরম হয়ে আসে আগুণভর্তি কৌটা।
সায়ার নিচে বাস করে নীল প্রজাপতি
বৃক্ষের ছায়ায় বাতাসের বাড়ে কামরতি
সে দোলায়ে যায় বুকের লোম
মনে করে দিয়ে প্রেমের মৌসুম
রঙিন গামছায় ঢেকে রাখো হাওয়ার মিঠাই
ঢাকলা খুললে আসবে কুকুরের পাল
নির্জনে খুলে খাবো পাই টু পাই
ভালোবাসার আজ দেশে বড়ই বেশি অভাব।
ভালোবাসো কাছে আসো, খুলে ধরো দ্বার
আবহমান নদীর জলে দেবো দীর্ঘ সাঁতার
০১.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।