মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
আমিও ছিলাম জ্যান্ত মানুষ।
তোমার মতো, তাহার মতো।
ঠিক তোমাদের সবার মতো।
অমন করে আমরাও দুখান হাত ছিল,
হাতের ভেতর রেখা ছিল
রেখার ভেতর ভাগ্য ছিল। ভাগ্য জুড়ে মৃত্যু ছিল।
মরার আগে জরা ছিল, জরার আগে বাঁচার অনেক ইচ্ছে ছিল।
ইচ্ছে জুড়ে জীবন ছিল। আজ অথবা কালও ছিল।
ক্যালেন্ডারের পাতাভর্তি রঙ বেরঙের তারিখগুলোয়
লাল কলমের লালও ছিল।
আমিও ছিলাম জ্যান্ত মানুষ।
দিনের শেষে ক্ষ্যান্ত মানুষ
কারো বুকে চুপটি ভোরে, স্বপ্ন দেখা ক্লান্ত মানুষ।
আমার চোখে দৃষ্টি ছিল, দৃষ্টি জুড়ে বৃষ্টি ছিল
বৃষ্টি জলে ফিসফিসয়ে নতুন দিনের গল্প ছিল
অভিমানের হিসেব নিকেশ, সব মিটিয়েও
দিনের শেষে ঝগড়াঝাঁটি অল্প ছিল।
জ্যান্ত মানুষ আমিও ছিলাম। আমিও ছিলাম গানের সুরে
মৃত্যু থেকে অনেক দূরে। নীল পাহাড়ের গায়ের ভেতর আমিও ছিলাম
ঝর্ণা হয়ে, সপ্তবর্ণা মেঘের ভেতর আমিও ছিলাম আকাশ হয়ে।
ভোরের ভেতর, দোরের ভেতর, আলোর ভেতর, কালোর ভেতর
আমিও ছিলাম তোমরা যেমন। পায়ের ছাপে পা ফেলেই, আমিও যেতাম রোদের দেশে
ধানের শীষে শিশির ছুঁয়ে আমিও নদীর জল খুঁজতাম
তৃষ্ণা পেলে চাতক হয়ে স্বপ্নগুলোয় রোজ জিরোতাম।
জ্যান্ত মানুষ আমিও ছিলাম।
অনেক আগে, সে কতোকাল!
সেসব কথা ভুলেই গেছি, বেশ করেছি।
আমি এখন একলা থাকি,
বৃষ্টি ছুঁয়ে মেঘলা থাকি
বৃত্ত আঁকি, স্বপ্নগুলো ভেঙেচুরে মৃত্যু মাখি
বেশ করেছি।
মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি।
---------------------------------------------
মিছেমিছি মানুষ সাজা শেষ করেছি/সাদাত হোসাইন
৩০.১০.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।