আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট দেখার সব থেকে সহজ পদ্ধতি।

প্রিয় টেকটিউনস বন্ধু লেখক এবং পাঠকগন কেমন আছেন। জীবনের রেলগাড়ি অনেকদিন আপন গতিতে চলতে দিলাম। টেকটিউনসে আসা হয় না বহুদিন। আজ সকালে এলাম। ভালোই লাগছে।

কিন্তু এইমাত্র একটা টিপস দেখে মেজাজ গরম হলো। টিপস সব সময় সহজ ও সরল হওয়া উচিত।
আমি ফেসবুকের পোকা। তাই ফেসবুক রিলেটেড টিপস পেলেই পড়ি। এইমাত্র একজনের টিপস পড়ে এলাম কিভাবে ফেসবুকের পেন্ডিং রিকোয়েস্ট দূর করা যায়।

তিনি একটা এপসের কথা লিখেছেন। এপস ব্যবহার করা যেতেই পারে। এটাও একটা পদ্ধতি। কিন্তু জটিল পদ্ধতি।
একমাত্র ভুক্তভোগীরাই জানেন পেন্ডিং রিকোয়েস্ট ফেসবুক আইডির জন্য কতটা ক্ষতিকর্।

তাই আপনার আইডিকে সুরক্ষিত রাখতে অপরিচিতদের অনুমতি ব্যতিরেকে বন্ধুত্বের অনুরোধ পাঠাবেন না। আর নিচের ঠিকানায় গেলে আপনি আপনার সকল পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যাবেন।
https://www.facebook.com/friends/requests/outgoing?
https://m.facebook.com/friends/requests/outgoing?
https://0.facebook.com/friends/requests/outgoing?
এই প্রথম মোবাইল দিয়ে টিউন লিখলাম। তাই লিংকও দিলাম ফেসবুক মোবাইলের্। ঐ লিংকে গেলে আপনি দেখতে পাবেন কারা আপনার বন্ধুত্বের আহবান গ্রহন করে নি।

আপনি চাইলে সেগুলো ক্যানসেল করে দিতে পারবেন। অফিস ফাঁকি দিয়ে টিউন লিখলাম। তাই মন্তব্যের ঘরে ধন্যবাদ না লিখলে হিউজ মাইন্ড করব। ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.