আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
আজ সকালে মহাখালি ছোট একটি রেস্টুরেন্ট এ বসেছি,,!!! ১২-১৩ বছরের একটি ছেলে পানি দিলো। কথার সুর শুনেই বুঝলাম, ছেলেটি সিলেটি!! বললাম, সিলট তোমার বাড়ি কোনহানে!!
আমার মুখে সিলেটি শুনে ছেলেটি অদ্ভূত ভাবে তাকালো।
তারপর বললো, শেরপুর।।
আমি যতক্ষণ রেষ্টুরেন্ট টাতে ছিলাম, ছেলেটি আমার পাশেই দাড়িয়েছিল। আমাকে পেয়ে সে তার কথা আপন মনে বলতে থাকে,দরিদ্র পরিবারের এই ছেলেটিবাড়ি থেকে রাগ করে ঢাকায় চলে এসেছে। ,তার বাবা যে কাজে দিয়েছিল তা নাকি অনেক কষ্টের ছিল!!!
হয়তো সে বহু দিন পর সিলেটি ভাষা শুনছে, হয়তো তার মনে খেলা করছিল ভালো লাগা।
আসার সময় ছেলেটির দিকে তাকালাম,,,দেখলাম বড় আপন মনে করে, মায়া ভরা চোখে সে আমায় দেখছে!!!
আমার কেবলই মনে হলো, জগৎটা বড় মায়ার!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।