আমাদের কথা খুঁজে নিন

   

সমুদ্রের নীচের জগৎটা কিন্তু ততটা শান্ত নয় যতটা আমরা মনে করি৷ জানিয়েছেন নিউজিল্যান্ডের একজন গবেষক৷ তিনি দেখতে পেয়েছেন যে, সমুদ্রতলে মাছরাও পরস্পরের সঙ্গে কথা বলতে পারে৷



মাছ বিভিন্ন রকম শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে৷ সম্প্রতি একটি পত্রিকায় অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী শাহরিমান ঘাজালি এমনটিই বলেছেন৷ নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকায় গাজালি বলেন, সব মাছ শুনতে পায়৷ কিন্তু সবাই শব্দ করতে পারেনা৷ সাঁতার কাটার উপযোগী পেশিকে কাঁপিয়ে এক ধরণের শব্দ তৈরি করে কোন কোন প্রজাতির মাছ৷ এই পেশি সংকুচিত করে ফেলতে তারা৷ আর বিভিন্ন কারণে মাছেরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ সঙ্গীকে আকর্ষণ করতে, আক্রমণকারী মাছকে ভয় দেখাতে এবং অনেকসময় পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে মাছ কথা বলে৷ গার্নাড প্রজাতির মাছের শব্দ করার ক্ষমতা ব্যাপক৷ তারা যেন সবসময়ই কিচির মিচির করে চলেছে৷ ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে গবেষণা চালিয়েছেন ঘাজালি৷তা থেকেই তাঁর এই সিদ্ধান্ত৷৷ অন্যদিকে কড সাধারণত ডিম পাড়ার সময় ছাড়া অন্যসময় চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে৷ ডিম পাড়ার সময় শব্দ করার কারণ, পুরুষ আর নারী কড যাতে একই সময় ডিম পাড়তে পারে প্রজননের জন্য৷ আবার প্রবাল এলাকায় কিছু মাছ আছে যারা আক্রমণকারী মাছ অথবা সমুদ্রে নামা ডুবুরিদের সরিয়ে দেয়ার জন্য এক ধরণের শব্দ করে৷ কিন্তু তাইবলে যেকেউ তার পোষা গোল্ড ফিশের সঙ্গে কথাবলা শুরু করবে সেটা কিন্তু সম্ভব হবেনা৷ গোল্ড ফিশের শোনার ক্ষমতা অসাধারণ৷ কিন্তু অসাধারণ এই ক্ষমতা একে কথা বলতে সাহায্য করেনা৷ তারা কোনো ধরণের শব্দ করতে পারেনা, বলেন ঘাজালি৷ সম্প্রতি তিনি নিউজিল্যান্ড সমুদ্র বিজ্ঞান সমিতির সম্মেলনে এসব তথ্য দেন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।