প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
প্রেমের খেতাব
শাফিক আফতাব.............
ভুলে ভালোবাসি ফুল__প্রেমের পুতুল __
তুমি অবচেতনে হও __আমার অনুকূল,
অকস্মাৎ খুলে যায নারীর খোলস,
পড়ে থাকে ব্রা, ব্লাউজ প্যান্টি__ও আমার অনামিকা বোস।
রাত্রি মদির হয়__নদীর কলগানে রচিত হয় শোকগাঁথা,
আদিম নদী হতে এঁকে বেঁকে এসে য়ায আমাদের সবিতা,
হৃদয়ের প্রদাহে দিয়ে গেছে তারা আমাদের চেতনার দানা,
কত রাত্রিদিন কত নিবিড় করে পেয়েছি আমরা নরম বেদেনা।
আবহমানতার জলে কত নারী ধুয়ে গেছে তার নরম শরীর,
উর্বর করে গেছে বাংলার মাঠ নদী আার মৃত্তিকার নীড় __
ফুলে ভুলে হাত রেখে মুঠো মুঠো আনন্দে পেয়েছি স্বর্গের তাপ,
হৃদয়ের খেলায় আমরা পেয়ে যাই, অকস্মাৎ প্রেমের খেতাব।
নারী তুমি ফুল, ভুল করে ভালোবেসে দিয়ে যাই ঋণ __
নবীন প্রজন্ম এসে, গায়ে মেখে, হয় তারা কত রঙিন !
না'গঞ্জ
বাংলাদেশ
০৩.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।