আমাদের কথা খুঁজে নিন

   

১১টি বাঘ ও কিউই পাখি

একজন শব্দ শিকারি

এক বনে একটি বাঘ বাস করত। বাঘের ক্ষমতা ও দাপটের কারণে বনের সবাই বাঘকে সমীহ করে চলত। বাঘটি একবার জানতে পারল মানুষের ঘরে এগারোটি বাঘের জন্ম হয়েছে। সে আরো জানতে পারল এই বাঘগুলো মানুষের সাথে লোকালয়ে বসত করছে। তবে এই বাঘগুলোর বনের বাঘের মত এত দাপট নেই, শক্তি নেই।

তারা হুঙ্কার দিতে জানে না, গর্জন দিতে জানেনা। তারা মিউ মিউ স্বরে আওয়াজ করে। ক্যাঙ্গারু নামক প্রাণী দুই পায়ে ধাক্কা দিয়ে তাদের ফেলে দেয় কিন্তু তারা কিছুই বলতে পারেনা। মাঝে মাঝে কিউই নামক অতিথি পাখি এসে বাঘের গা থেকে পশম তুলে নিয়ে যায় কিন্তু বাঘ থাকে নির্বিকার। আড়ালে তারা এগারোজন কেবলই অশ্রু বিসর্জন দেয়।

বনের বাঘটি এই কথা বিশ্বাস করল না। তাই সে ঘটনার সত্যতা যাচাই করতে একদিন লোকচক্ষু ফাঁকি দিয়ে লোকালয়ে এসে হাজির হয়। লোকালয়ে এসে মানুষের পাশে ঐ এগারোটি বাঘকে দেখে সে বুঝতে পারে ঘটনা সত্য। কিন্তু বাঘদের এমন দুর্দশা দেখে সে অনেক কষ্ট ও অপমানিতবোদ করে। ক্যাঙ্গারু, কিউই পাখি এসে বাঘকে অপমান করে যাবে আর বাঘ হয়েও তারা কিছুই করতে পারবেনা এটা সে কোনভাবেই মেনে নিতে পারেনা।

একদিন বনের বাঘটি ফন্দি করে মানুষের ঘরের এগারোটি বাঘকে সরিয়ে সেখানে বনের আসল এগারোটি বাঘ রেখে যায়। তারপর সে নতুন এগারোটি বাঘের দিকে নজরদারি করতে থাকে। বেশ কিছুদিন পর বেশ কিছু কিউই পাখি নতুন বাঘদের সামনে আসে। কিউই পাখি ভেবেছিল এবারো সে বাঘের পশম ছিঁড়ে নিয়ে নীড় গড়বে। কিন্তু সে জানত না এই বাঘগুলো সেই মিউ মিউ জাতের বাঘ নয়।

এগুলো আসল দাপুটে, হিংস্র ও শক্তিশালী বাঘ। তাই পাখিগুলো যখনই বাঘের পিটে বসে পশম ছিঁড়তে গেল তখন সবগুলো বাঘ একত্রে পাখিগুলোকে ঘায়েল করল। পাখিগুলো তখন পালিয়ে গিয়ে কোন মতে প্রাণ বাঁচালো তবে তারা বাঘের শক্তিকে সমীহ করে গেল। বনের বাঘটি দেখল তারা দেওয়া বাঘগুলো বাঘ সম্প্রদায়ের অপমানের বদলা নিতে পেরেছে। তাই সে আসল বাঘগুলোকে লোকালয়ে রেখে গেল আর মানুষের ঘরে জন্মানো বাঘকে নিজের কাছেই রেখে দিল।

লোকালয়ে থেকে যাওয়া বাঘগুলোই এখন বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছে এবং সকল অপমানের বদলা নিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.