পটুয়াখালী শহর সংলগ্ন বহালগাছিয়া এলাকার বাঁধঘাট বাজারে আগুনে পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোর ৫টার দিকে উপজেলা কার্যালয় সংলগ্ন বাধঘাট (গরুর হাট) বাজারের উত্তর পাশের নুরু গাজীর মুদি মনোহরী দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদিদোকান, টেইলারিং শপ, অটোরিক্সার গ্যারেজ ও কাপড়ের দোকানসহ ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।