আমাদের কথা খুঁজে নিন

   

জামিন পেলেন এহছানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি'র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন কচুয়া থানায় দায়েরকৃত তিন মামলায় গতকাল জামিন পেয়েছেন। গতকাল দুপুরে তিনি চাঁদপুরের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এসব মামলায় গত ২৩ অক্টোবর মিলন হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন লাভ করেছিলেন। একই দিন এসব মামলার আরও ১৭০ জন আসামি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন লাভ করেন। মিলন তার জামিন মেয়াদের শেষ দিনে চাঁদপুরের আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল গত ১৭ অক্টোবর চাঁদপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরই প্রতিবাদে উপজেলা বিএনপি গত ১৯ অক্টোবর কচুয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। হরতালের সময় কয়েকটি স্থানে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ মিলনকে এক নম্বর আসামি করে বিএনপি'র প্রায় দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এদিকে মিলন আদালত থেকে বের হওয়ার পর পরই খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ তাকে গ্রেফতারের জন্য আদালত এলাকায় এসে ভিড় জমায়।

কিন্তু তার আগেই মিলন আদালত চত্বর ত্যাগ করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.