এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার মামলায় অভিযুক্ত তাদের মেয়ে ঐশী রহমান ঢাকার দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার তার আইনজীবী মাহাবুব হাসান রানা ও রেজাউর রহমান টিংকু ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গ্রেফতারকৃত ঐশীকে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে পাঠাতে উকিল নোটিস পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আর এ নোটিস পাঠানোর দু'দিন পরে আদালতের পক্ষ থেকে এই আদেশ দেয়া হয়।
গত ৫ সেপ্টেম্বর ঐশী তার মা-বাবাকে খুনের দায় স্বীকার করে দেয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে এ স্বীকারোক্তি নেয়া হয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।