আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ V for Vendetta (2005)

ধারণা খুবই সাধারণ। বেশি কিছু জানতে বা চিন্তা করতে ভালো লাগেনা। নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি।

V for Vendetta (2005) Genre: Action | Sci-Fi | Thriller IMDb Rating: 8.2/10 My rating: 9.0/10 IMDb Link: http://www.imdb.com/title/tt0434409/ Director: James McTeigue Writers:Larry Wachowski & Andy Wachowski Stars:Hugo Weaving, Natalie Portman Cinematography: Adrian Biddle Distributed by: Warner Bros. Pictures কিছু কথাঃ ৫ই নভেম্বর(V দিবস ) উপলক্ষে আমার লেখা একটি বিশেষ মুভি রিভিউ। মুভিটা আমিও একটু দেরিতেই দেখছিলাম আর এখনো যারা দেখেন নাই তারা আর দেরি করবেননা।

V For Vendetta মুলত একটি কমিক যা Alan Moore এর রচনা। এটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে। মুভির ঠিক শুরুতে আপনি শুনতে পারবেন, “Remember, remember, the Fifth of November, the Gunpowder Treason and Plot. I know of no reason why the Gunpowder Treason should ever be forgot” আসলে এর ভিতরই অনেক কিছু লুকিয়ে আছে। ঘটনার শুরু ১৬ শতক থেকে যখন রাজা জেমস ব্রিটেনের সিংহাসনে বসে। অমানসিক নির্যাতনের কারণে ক্যাথলিকরা রাজা জেমসের প্রতি ক্ষিপ্ত ছিল এবং তারা ১৬০৫ সালে একটি পরিকল্পনা করে যার উদ্দেশ্য ছিল ৫ নভেম্বর রাজাকে হত্যা করা এবং ব্রিটিশ পার্লামেন্ট হাউস উড়িয়ে দেয়া।

পরিকল্পনা অনুযায়ী বারুদ কামান জোগাড় করার দায়িত্ব পরেছিল Guy Fawkes নাকম এক ক্যাথলিকের উপর। ১৬০৫এর ৪ঠা নভেম্বর রাতে বারুদ সংগ্রহ করতে গিয়ে ধরা পরেন ফকস। ১৬০৬এর ৩১শে জানুয়ারি অন্য সহযোগীদেরসহ ফকসকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। উপস্থিত জনতা উৎফুল্লস্বরে এই দৃশ্যকে স্বাগত জানায়। তখন থেকে ব্রিটিশরা প্রতি বছর ৫ নভেম্বর “Guy Fawkes night” পালন করে।

মুভিতে ‘V’ এর মুখোশটির নাম “গাই ফকস মাস্ক” । খেয়াল করবেন এই মুখোশটা বাংলাদেশ-ভারত সাইবার যুদ্ধের সময় বাংলাদেশী হ্যাকাররা ব্যাবহার করেছিল। কাহিনী সংক্ষেপঃ প্রেক্ষাপট ২০২০ সাল যখন স্বৈরাচার sutler ব্রিটেনের ক্ষমতা দখল করে। তিনি একটি বায়োলজিকাল প্রোজেক্ট শুরু করেন সেখানে গবেষণার জন্য বিভিন্ন স্তরের মানুষদের ধরে নিয়ে যাওয়া হত। নভেম্বরের ৫ তারিখ সেই ল্যাবরেটরিতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেখান থেকে শুধু V জীবিত ফিরে আসতে পারে। তখন থেকে V স্বৈরাচারী সাটলার এর বিরুদ্ধে দাঁড়ানো শুরু করে। একদিন ৫ নভেম্বর রাতে Eveyর সাথে দেখা হয় তার। Eveyকে পুলিশের হাতে ধর্ষণ হউয়া থেকে রক্ষা করে V । তখন থেকে Eveyর প্রতি ভালবাসা জন্মাতে থাকে Vর।

ঐদিন আবার পুরাতন কোর্ট রুম ধ্বংস করে দেয় V । কিছুদিন পর তিনি এক টিভি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর উপদেশ দেন এবং ঠিক ১২ মাস পর ৫ নভেন্মর ব্রিটিশ পার্লামেন্ট ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেন। এর পর থেকে V প্রস্তুতি নিতে থাকে পার্লামেন্ট ধ্বংসের এবং তার জানান দিতে তিনি শহরের প্রতিটা ঘরে ঘরে “গাই ফকস মাস্ক” পাঠাতে থাকেন। এরই মধ্যে তিনি আবার ঐ এক্সপেরিমেন্টে নিয়োজিত ব্যাক্তিদের একের পর এক হত্যা করতে থাকেন। বছর ঘুরে আবার ৫ নভেম্বর আসে।

পার্লামেন্ট ধ্বংসের সকল প্রস্তুতি সম্পন্ন করেন তিনি এবং Sutlerকে হত্যারও। অবশেষে V সফল হতে পেড়েছিলেন কি না? তা আপনারা মুভিতেই দেখে নিবেন। যদি বলেন শুধু পরিচালনার জন্য এই মুভি খ্যাতি পেয়েছে তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি বলবো এই মুভিতে পরিচালনার চেয়ে স্ক্রিপ্ট আর স্রিনপ্লের দাপট বেশি। Andy Wachowski ও Lana Wachowski র অসাধারণ একটা চিত্রনাট্যের ফসল এই মুভিটি।

Hugo Weaving(V) এর অভিনয় নিয়ে কিছু বলার নাই। মুখোশের ভিতরে পুরোটা মুভিতে তার অভিনয় দেখলে আপনার মনে তার প্রতি একটা পছন্দ অবশ্যই জন্ম নিবে। আর Natalie Portman এর অভিনয়তো বরাবরের মত অনবদ্য। মুভিতে ভি তার নিজের পরিচয় দিতে গিয়ে একটা ডায়লগ দেয় যার অর্থ হয়তো আপনাকে বুঝতে গেলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। যারা যারা দেখছেন আমি নিশ্চিত তাদের পছন্দের লিস্টে অনেক উপরের দিকেই এই মুভিটা আছে।

আর যারা যারা এখনো দেখেন নাই আমি বলবো, তারাতারি দেইখা ফেলান। মরার পর আর হাজার চেষ্টায়ও এই রকম মুভির সাথে সাক্ষাৎ হবেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.