কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি
View this link নামটা শুনতে মুভির মত হলেও এটিকে আসলে বাস্তব হোমমেড ডকুমেন্টরি বলা যায়। বিদেশীদের প্রতি এইরুপ আচরণ কেবলমাত্র সউদিদের দ্বারাই সম্ভব। বাংলাদেশী ক্লিনারকে নির্মমভাবে অত্যাচার করে তার সউদি স্পনসর বা মালিক। তার অপরাধ ছিল সে নাকি ওই সউদির বিবির সাথে কথা বলার চেস্টা করেছিল। ভিডিওটি তুলে ধরে সউদিদের বর্বরতার চিত্র, আধুনিক দাসত্বের চিত্র।
মিশরের পত্রিকা Al Bawaba বলেছে; সউদিতে নারীদের মত লেবাররাও বিভিন্ন প্রকার সুবিধা থেকে বঞ্চিত। Click This Link
বিশ্বের বিভিন্ন দেশে ভিডিওটি আলোড়ন তুললেও বাংলাদেশের মানবাধিকার সংস্থা এবং মিডিয়াগুলো এখনো নির্বিকার।
Click This Link
Click This Link
সর্বশেষ সউদি কর্তৃপক্ষ ওই অত্যাচারীকে ধরিয়ে দেওয়ার জন্য ৫৫,০০০ রিয়াল পুরষ্কার ঘোষণা করেছে। http://www.arabnews.com/news/472731
সম্প্রতি সউদিতে বাংলাদেশ থেকে ক্লিনার এবং হাউস ড্রাইভারের জন্য ভিসা চালু করেছে। বাংলাদেশ সরকারের উচিত এইসব বিষয় বিবেচনায় এনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।