আগ্রহ মোর অধীর অতি— কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা।
মুখে তোমাকে হয়তো হাজার বার বলি- "ভালোবাসি, ভালোবাসি শুধু তোমাকেই"। তুমি কি জানও, সত্যিকার অর্থে এর কোন অর্থই নাই।
হয়তো তুমি কথাটা শুনে খুশি হও। মনের অজান্তে হয়তো তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, হয়তো আবেগে আপ্লুত হয়ে তুমি ছাদে চলে যাবে, চাঁদ দেখবে বলে। পাশের বেডের রুমমেটের দিকে হয়তো অহংকারী চোখে তাকিয়ে মিটিমিটি হাসবে। সেই হাসিতে অহঙ্কার মেশানো থাকবে, থাকবে নিজেকে অনেক সুখি ভাবার প্রবনতা অথবা হয়তো আমাকে এটা sms পাঠিয়ে বলবে- "এটা তোমার জন্য- :* "। আরও আমার নাজানা না দেখা কত কিছুই হয়তো তুমি করবে।
কিন্তু তুমি কি জানও, তোমাকে না জানিয়ে চোখ বুজে বুকে হাত রেখে একবার যদি আমার মনকে আমি বলি-" আমি আমার্ কৃষ্ণকলিকেই ভালোবাসি " সেটা অনেক গভীর অর্থ বহন করে??
মুখ ফুটে কি সব সময় ভালোবাসা প্রকাশ করা যায়??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।