আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াশিংটনে রোহিঙ্গা দুর্দশার আলোকচিত্র

হোয়াইট হাউসে যখন মিয়ানমারের প্রেসিডেন্টের গণতান্ত্রিক সংস্কারকে বাহবা দেওয়া হচ্ছে সেই একই সময়ে সেখানে থেকে মাত্র কয়েক ব্লক দূরে একটি আলোকচিত্র প্রদর্শনীতে বৌদ্ধপ্রধান দেশটিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর লাঞ্ছনার চিত্র তুলে ধরা হয়েছে। রাজধানী ওয়াশিংটনের অন্যতম ল্যান্ডমার্ক হলোকাস্ট মিউজিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ফটোগ্রাফার গ্রেগ কন্সটানটাইন সাদা-কালো ছবিতে প্রাণঘাতী সাম্প্রদায়িক দাঙ্গার পর পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের পুড়ে যাওয়া বাড়িঘরের ছবি তুলে এনেছেন। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে মিয়ানমার। রোহিঙ্গাদের ছবি তুলতে কন্সটানটাইন সাত বছর বাংলাদেশ ও মিয়ানমারে ছিলেন। অনলাইন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।