আমাদের কথা খুঁজে নিন

   

পাগলামীতে আবার মেতে উঠতে ?



তোর কি কখনো ইচ্ছে হয় না ব্যাকুল হয়ে হুট করে ছুটে এসে হুমকি নয় -ভালোবাসি বলতে- ? কখনো কি ইচ্ছে হয় না আগের মতই আমাকে বুকের মাঝে আগলে রাখতে......? ইচ্ছে কি হয় না আমার অসুস্থতায় একটিবার মাথায় হাত রাখতে? ইচ্ছে কি হয় না আমার কষ্ট গুলোকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে আমায়...... একটুখানি ভালোবাসায় ছুঁয়ে দিতে? ইচ্ছে কি হয় না আগের মতই...... পাগলামীতে আবার মেতে উঠতে ? আচ্ছা, যদি কোনদিন শুনিস কিংবা দেখিস- আমি আর লিখছি না তুই কি খুব খুশি হবি......? যদি শুনিস তোর কথা ভেবে ভেবে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি তুই কি উল্লাসে মেতে উঠবি? না কি বলবি- তোর কথা শুনিনি দেখে এরকমটা হয়েছে......।? যদি ঘুম ভেঙ্গে কোনদিন জানতে পারিস তোকে যন্ত্রণা দেয়ার জন্য আমি আর বেঁচে নেই- তাহলে কি সেই খুশিতে আর একটু ঘুমিয়ে নিবি? না কি চোখ বন্ধ করে বলবি-? চল্লিশার দাওয়াত না দিয়ে পালিয়ে গেলি হারামী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.