আমাদের কথা খুঁজে নিন

   

পানীয়র নামে অ্যালকোহল বিক্রি বন্ধের দাবি

বাজারে কোমল পানীয়র নামে অ্যালকোহল বিক্রি বন্ধের দাবি জানিয়েছে আলেম সমাজ। তারা বলেছেন, বিভিন্ন কোম্পানি কোমল পানীয়র নামে অ্যালকোহল বিক্রি করে তরুণ সমাজকে ধ্বংস করছে। বাংলাদেশকে মাদকমুক্ত করতে হলে দেশের মধ্যে উৎপাদন, সরবরাহ, বিপণন ও দেশের বাইরে থেকে মাদক আমদানি বন্ধ করারও দাবি জানিয়েছেন তারা। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার : প্রয়োজন ও কর্মপদ্ধতি' শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, শায়খুল হাদিস মাওলানা আজিমুদ্দীন, মুহাদ্দিস মুফতি জহির ইবনে মুসলিম প্রমুখ বক্তব্য দেন।

শায়খুল হাদিস মাওলানা আজিমুদ্দীন বলেন, শুধু মদ গাঁজা মাদক নয়; বাজারে বিভিন্ন কোম্পানি পানীয়র নামে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল বিক্রি করছে। এসব মাদকে অতিরিক্ত অ্যালকোহলের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। এখনই উদ্যোগ না নিলে শুধু যুবসমাজ নয়, আমাদের পুরো সমাজই ধ্বংস হয়ে যাবে।

ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে মাদকের সার্বিক উৎপাদন ও বিপণন বন্ধ করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ধর্মীয় প্রচার বাড়াতে ও গণমাধ্যমের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, শুধু যুবসমাজ নয় বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত আজ মাদকের ধ্বংসের পথে। এমনকি মহিলারাও রক্ষা পাচ্ছে না। সীমান্তে অকাতরে মাদক ঢুকলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর মাদক ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে তরুণ সমাজ। তারা এগুলো বিপণন করছে নানা আকর্ষণীয় পন্থায়।

মুহাদ্দিস মুফতি জহির ইবনে মুসলিম বলেন, মাদক বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শুধু ক্যাম্পেইন নয়, ধর্মীয়ভাবে সব আলেমকে এ সম্পর্কে সচেতন হতে হবে এবং ধর্মীয় বিষয় প্রচারের সঙ্গে মাদকের ক্ষতিকর দিকগুলোও প্রচার করতে হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।