আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জিত পদত্যাগপত্র জমা দেবেন শনিবার

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত আগামীকাল শনিবার পদত্যাগ পত্র জমা দেবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ পদত্যাগপত্র জমা দেবেন বলে তিনি জানান।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেছেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেবো। এতে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা গঠন ও পুনর্গঠনে সুবিধা হবে।

বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সময় সরকারে কোন কোন মন্ত্রণালয় চান তা প্রস্তাব করুন। সর্বদলীয় সরকার গঠনের আগে প্রস্তাব করুন। যা প্রধানমন্ত্রীর বিবেচনায় থাকবে।

তিনি আরো বলেন, নিষ্ঠুর বর্বচিত হরতাল থেকে সরে আসুন। শিশু-কিশোর হত্যা থেকে বিরত থাকুন।

আলোচনা হতে পারে তবে সাংবিধানিক কাঠামো মধ্যেই হতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.