আমাদের কথা খুঁজে নিন

   

ইউনেস্কোতে ভোটাধিকার হারাতে পারে যুক্তরাষ্ট্র!

আজ শুক্রবারের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ না করলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের ভোটাধিকার বাতিল করা হবে।

ইউনেস্কোকে প্রতিবছর আমেরিকা ৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দেয় এবং গত তিনবছর যাবৎ এ চাঁদা দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি। ২০১১ সালে ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ দেয়ার পর থেকে জাতিসংঘের এ সংস্থাকে তহবিল যোগানো বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনকে সদস্য হিসেবে মেনে নিলে যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে যেকোনো আন্তর্জাতিক সংস্থাকে চাঁদা দেয়া  বন্ধ করে দেবে বলে দেশটিতে যে আইন আছে এবার তা আবার কঠোর সমালোচনার মুখে পড়েছে।

উল্লেখ্য, প্যারিসভিত্তিক ইউনেস্কো প্রতিবছর যে চাঁদা পায় তার ২২ শতাংশ যোগায় যুক্তরাষ্ট্র।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।