আমাদের কথা খুঁজে নিন

   

ইউনেস্কোতে দেশের সফলতা তুলে ধরলেন শিক্ষা সচিব

ইউনেস্কো সাধারণ সভায় শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সফলতা ও অর্জন তুলে ধরলেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। শুক্রবার প্যারিসের স্থানীয় সময় বেলা ১টায় জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সাধারণ সভার ৩৭তম অধিবেশনের নীতি নির্ধারণী বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি সফলতার কথা তুলে ধরেন।

এ সময় সাধারণ সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের প্যারিস বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন। শিক্ষা সচিব তার বক্তব্যে বলেন, গমনোপযোগী প্রায় শতভাগ ছেলেমেয়ের বিদ্যালয়ে ভর্তি, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছেলে-মেয়েদের অনুপাতে সমতা অর্জিত হয়েছে। সেই সঙ্গে সংস্কৃতি ও শিল্পচর্চায় এবং প্রযুক্তিতে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে। জ্ঞানার্জনে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো ক্যাটাগরি-২ সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

ইউনেস্কো সাধারণ সভার বর্তমান অধিবেশন ৫ নভেম্বর থেকে শুরু হয়। শেষ হবে আগামী ২০ নভেম্বর।

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।