আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশমুখী বিস্ফোরকের চালান মিজোরোমে আটক

শুক্রবার ভোরে মিজোরামের দক্ষিণাঞ্চলীয় চাম্পাই জেলার সিলিং-চাম্পাই সড়কের তুইপু্ই গ্রাম থেকে ওই বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিজোরাম সরকারের একজন মুখপাত্র।
তিনি জানান, ভোর ৫টার দিকে তুইপুই গ্রাম থেকে ১৫ হাজার ডেটোনেটর ও সাত হাজার ৩৫০ মিটার করডেক্স জব্দ করা হয়।
মিজোরাম পুলিশের ওই কর্মকর্তা বলেন, মিজোরামে আটক হওয়া বিস্ফোরকের চালানের মধ্যে এটাই সবচেয়ে বড়।
তিনি বলেন, “আমাদের জোর সন্দেহ যে ওই বিস্ফোরকগুলো বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। ”
এফ লালথানরাঙা নামে এক ব্যক্তি বিস্ফোরকের চালানটি মিজোরামের রাজধানী আইজল থেকে রাজ্যের সঙ্গে মিয়ানমার সীমান্তবর্তী চাম্পাইয়ের এক অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিলো বলে জানান তিনি।


মার্চের ৭-৮ তারিখে আইজলের কাছে লেঙপুইয়ের একটি খামার বাড়ি থেকে প্রধানত চীনা রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র আটক করা হয়।
তখন আটক তিন পাহাড়ি স্বীকার করেছিলো, ওই অস্ত্রগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছিলো।
এদের মধ্যে দুজন বিলুপ্ত শান্তি বাহিনীর সাবেক গেরিলা সদস্য বলে স্বীকার করেছে।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময় করা শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র গেরিলা দল ‘শান্তি বাহিনী’ বিলুপ্ত করা হয়।
লাগাতার অন্তর্ঘাতে বিপর্যস্ত একসময়কার মিজোরাম এখন ভারতের সমস্যাপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য হলেও চীন-মায়ানমার সীমান্ত থেকে আসা অস্ত্র উত্তর-পূর্বাঞ্চলীয় ভারত ও বাংলাদেশে চোরাচালানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.