আমাদের কথা খুঁজে নিন

   

মল্লিকার স্বামী নির্বাচিত হলেন বিজয়

'মেয়ে খায়ালো কি মল্লিকা: দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া' রিয়েলিটি শোতে ২৯ জন প্রতিযোগীকে হটিয়ে বলিউড স্টার মল্লিকা শেরাওয়াতের স্বামী নির্বাচিত হয়েছেন বিজয় সিং।

অনুষ্টানটির এক এপিসোডে বিজয় তাজমহলের সামনে মল্লিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আর এতেই নাকি মন গলে গেছে মল্লিকার।

আর এই বিজয় সিং সেই ব্যক্তি যার সঙ্গে শোতে অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন মল্লিকা। তখন বোঝা গেছে বিজয়ের প্রতি তুলনামূলকভাবে একটু বেশিই দুর্বল মল্লিকা।

চূড়ান্ত পর্বে করন সাগোর সঙ্গে লড়তে হয়েছে বিজয়কে। করণ লন্ডনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু মল্লিকার ব্যাপ্তি হচ্ছে মুম্বাই আর লস অ্যাঞ্জেলেসে। লন্ডনে খুব একটা যান না তিনি। তাই করণকে বর হিসেবে নাকি খুব একটা উপযুক্ত মনে হয়নি তার।

উল্লেখ্য, ভারতের হিমাচলের ছেলে পেশায় মডেল বিজয়কে আজ রাতে লাইফ ওকে চ্যানেলে বিজয়ী ঘোষণা করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।