ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজব রসিকতা করলেন। তিনি ফেসবুকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এ রসিকতা করেন।
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখছেন, লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ পেট্রোলিয়াম মন্ত্রণালয় সম্প্রতি কিছু প্রস্তাব দিয়েছে যার মধ্যে একটি অভিনব ভাবনা রয়েছে।
সপ্তাহে একদিন বাস-ডে পালনের কথা বলা হয়েছে, যেদিন জ্বালানি বাঁচাতে সকলে বাসে যাতায়াত করবেন। রসিক মুখ্যমন্ত্রীর হালকা প্রশ্ন, তাহলে সেদিন এগারো নম্বর বাসেই যাতায়াত নয় কেন? এগারো নম্বর বাসের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এগারো অর্থাত্ ১+১, অর্থাৎ দুই পা।
পোস্টের শেষে তার এই হাল্কা সুরের প্রস্তাব সম্পর্কে মানুষের মতামতও চেয়েছেন মুখ্যমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।