আমাদের কথা খুঁজে নিন

   

গণ-অভ্যুত্থানের ভয়ে সরকার এমন করছে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার মুক্তি দাবি করেছেন। আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণ-অভ্যুত্থানের ভয়ে সরকার এমন করছে।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তিনি বিএনপির চেয়ারপারসনের বাসা ও কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ রেখে নেতা-কর্মীদের চলাচলে বাধা সৃষ্টির নিন্দা জানান। সভ্য দেশে এমনটা দেখা যায় না।

নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তল্লাশি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

গত শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির তিন সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গুলশানে খালেদা জিয়ার বাসভবন থেকে বের হওয়ার পর রাত একটা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয় তাঁর উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।