আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে গণঅভ্যুত্থানের সূচনা

My Name is Md E Mahmud, live in Dhaka, Work at Home

অতিদ্রুত সংস্কার শুরু না করলে সৌদি আরবে গণঅভ্যুত্থানের সূচনা হতে পারে বলে আশঙ্কা করেছেন সৌদি রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আল সৌদ। তিনি বলেন, বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ যদি রাজনৈতিক সংস্কার শুরু না করেন তবে যে কোনো কিছুই ঘটতে পারে। বিবিসির আরবি বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। প্রিন্স বলেন, বাদশা আবদুল্লাহ একমাত্র ব্যক্তি যিনি এ কাজ শুরু করতে পারেন। কিন্তু তিনি না থাকলে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করবে।

যা করার তার জীবদ্দশায়ই করতে হবে। সৌদি কর্তৃপক্ষ জনগণের দাবির প্রতি সচেতন নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এ অঞ্চলে যা ঘটছে তা আমাকে বেশ বিস্মিত করেছে। আমি এটি আশা করিনি। কেউই এটি আশা করেননি।

এর মানে হচ্ছে, এ অঞ্চলে, বিশেষ করে তৃতীয় বিশ্বের অন্য দেশগুলোও এমন বিক্ষোভে খুব অবাক হবে। তিউনিসিয়া ও মিসরে গণআন্দোলনের পর আরব নেতৃবৃন্দের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে প্রিন্স তালাল আরও অনেক আগে থেকেই রাজনৈতিক সংস্কারের কথা বলে আসছেন। এ লক্ষ্যে তিনি ফ্রি প্রিন্সেস মুভমেন্ট নামে একটি সংগঠনও গড়ে তোলেন। myÎ: ˆ`wbK mgKvj Genuine online earning education for Bangladeshi people International mustard card free Visit:www.bdcareer.tk


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।