আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সংঘর্ষে নিহত ২৯

২০১১ সালে মিশরের গণঅভ্যুত্থান ইতি টেনেছিল হোসনি মুবারক আমলের। সেই আন্দোলনের তৃতীয় বর্ষপূর্তির দিন ফের রক্তাক্ত হল কায়রো। সরকারপন্থী ও বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়।

গতকাল শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সংঘর্ষে অন্তত ২৯ জন নিহত হয়েছে। কায়রো ও আলেকজান্দ্রায় গ্রেফতার করা হয় বহু মানুষকে। গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, গত জুলাই মাসে সেনাবাহিনীর হাতে মুরসি সরকারের পতনের পর থেকে একশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।