আমাদের কথা খুঁজে নিন

   

খাওয়ার সময় দুঃখের কথা বলতে হয় না

i want to live simple and die simple

খাওয়ার সময় দুঃখের কথা বলতে হয় না । একদিন দুই গরিব লোকের দেখা হইলো । দুজনের ই খিদা লেগেছে । সামনে বড় বড় পাকা কাঁঠাল বিক্রি হচ্ছে । কিন্তু দুজনের পকেটেই কাঁঠাল কেনার মতো পয়সা নাই ।

ঘটনাক্রমে তাদের মাঝে কথাবার্তা শুরু হলো এবং একসময় তারা আবিস্কার করলো যে তাদের দুজনের পকেটের টাকা মিলে মাঝারি সাইজের একটা কাঁঠাল কেনা যাবে। দুজনে ভাগ করে খাবে এই শর্তে তারা একটা কাঁঠাল কিনলো । কাঁঠাল ভেংগে তারা খাওয়া শুরু করলো। ১ম ব্যক্তি - তুমি কেমনে এতো গরিব হইলা । ২য় ব্যক্তি তার দুঃখের কথা বলতে শুরু করলো আর ১ম ব্যক্তি হু হু করতে লাগলো।

এইভাবে ২য় ব্যক্তি দুঃখের কথা বলতেই লাহলো আর ১ম ব্যক্তি হু হু করতেই লাগলো । এই ভাবে ২য় ব্যক্তির দুঃখের কথা শেষ হলে সে ১ম ব্যক্তি কে জিজ্ঞেস করলো - আপনি কিভাবে গরিব হইলেন । ১ম ব্যক্তি কাঁঠালের শেষ কোয়াটা মুখে পুরে বললো - আপনার দুঃখের কাহিনি শুনার আমার কোন ইচ্ছা ছিলো না , আমি এই জন্য শুনেছি যাতে আপনি দুঃখের কাহিনী বলতে ব্যস্ত থাকেন আর আমি বেশি কইরা কাঁঠাল খাইতে পারি । মোরাল - ১ । খাওয়ার সময় দুঃখের কাহিনী কইতে নাই ।

২। একান্তই যদি কইতেই হয় তো খুব শর্টকাটে বলা উচিট ৩। কেউ আপনার দুঃখের কাহিনি শুনছে মানেই এই নয় সে আপনার প্রতি সহানুভূতিশীল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.