আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছ্যাকা খাওয়ার গল্প। পার্ট ০১

আমি আমার মত, রাস্তায় নামলে আমি মানুষ দেখি । আমার এটা মন ভালো করার সব থাকে সহয উপায় এটি । কোন এক বই তে পরে ছিলাম । অভুক্ত নাকি মাঝে মাঝে , খাবারের , দোকানের পাস দিয়ে গিয়ে শান্তি পায় । আমার ও সেই এক ই অবস্থা বলতে পারেন , নিজের তো আর প্রেমিকা নাই (?) , মানুষের প্রেম করা দেখে , মজা পাই ।

রাস্তায় কোন ,সুখি স্বামী-স্তী বা প্রেমিক জুটি দেখলে , ভালো লাগে । এই পৃথিবীতে সবাই সব কাজের জন্য না আমি এটা এখন ,মেনে নিয়েছি । আমার এই ছন্ন ছারা জীবনে , আমি কাউকেই ধরে রাখতে পারি নি । আমি একটি কথা অনেক বার শুনেছি , প্লিজ চেন্জ হও , আমি তোমাকে অনেক ভালোবাসি । কিন্তু সেই ভালোবাসা গুলো আমি আগলে রাখতে পারি নি।

আমি হয়তো এমন ই । রাকা । তোমার কথা অনেক দিন পর লিখছি , । ভালো আছো নিশ্চই । ভালোবাসা কাকে বলে তোমার কাছ থেকে ,আমি শিখে ছিলাম ।

তোমার আকাশ সমান ভালোবাসায় কোন কমতি ছিলো না । আচ্ছা তখন কি আমি এমন ছিলাম । হ্য়তো না । আমি ও কি তোমাকে কম ভালোবাসতাম ? হুম কিন্তু তুমি আমাকে ধরে রাখতে পারো নাই । এটা তোমার না আমার ব্যার্থতা আমি আজ ও নির্ণয় করতে পারি নাই ।

হুম আমি তো এমন ই তুমি কি তা জানতে না । আমার এক কথায় যে তুমি সব করতে পারতে সে তুমি আমাকে , বুঝলে না । ভাবতেও হাসি পায় । আচ্ছা তোমার থেকে আমাকে আর ভালো কে বুঝত বলো তো ? আমাকে ছেড়ে দেওয়ার সেই দিন , তোমার সেই কান্না আমার কাছে এখন ও জীবন্ত লাগে । আর আমার তোমার জন্য করা পগলামি গুলো মনে পরলে এখন প্রচন্ড হাসি পায় ।

কি না করছি তোমার জন্য । কিন্তু সেই এক জায়গায় এসে ধরা খেয়ে গেছি , আমার মতো , bf ভালো , লাইফ পার্টনার না । এই কারনেই তো তোমার এখন কার bf আবাল টাইপ এর ডাবল A+ । (এটা সব A+ এর জন্য প্রযোজ্য নয়। ) ( টাইম পাইলে বাকি প্রেমের কথাও লিখবো ,,,,, ) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।