অটোমেটিক সফটওয়্যার আপগ্রেড করার সুবিধা ম্যাক্সিমাস। বর্তমানে max907 ও max908 - এই দুইটি ম্যাক্সিমাস স্মার্টফোনে এই সুবিধা উপভোগ কর যাবে। অনন্য FOTA (Firmware Over-the-Air) টেকনোলজির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হবে। এনড্রয়েড ৪.২.২ জেলিবিন অপারেটিং সিস্টেমের স্লিম ও স্টাইলিশ ম্যাক্সিমাস max907 ও max908 স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, আপ টু ৩২জিবি মেমোরি, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই প্রভৃতি। এছাড়া আরও রয়েছে 5MP ক্যামেরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।