মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
দেশের মোবাইল বাজার এখন অনেকটাই রাজত্ব করছে এন্ড্রয়েড ফোনগুলো। এরই ধারাবাহিকতায় প্রায় সব মোবাইল সেট কোম্পানিই গুলোই এন্ডয়েড সেট আমদানিকে প্রাধান্য দিচ্ছে।
ওয়ালটন, সিমফনি এবং মাইক্রোম্যাক্সের পর এখন বাজারে পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাসের দুটি এন্ড্রয়েড চালিত মোবাইল ফোন। আসুন দেখে নেই, কি কি আছে সেট দুটিতে।
মডেলঃ ম্যাক্স ৯০১
এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড চালিত এই সেটটিতে রয়েছে ৩.২ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, ২মেগামিক্সেল ক্যামেরা এবং ওয়াইফাই।
সেটটির দাম পড়বে ৪,৯৯৫টাকা
মডেলঃ ম্যাক্স ৯০৩
এন্ড্রয়েড ভার্শন ২.৩ জিঞ্জারব্রেড চালিত এই সেটটিতে রয়েছে ৩.৫ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, ২মেগামিক্সেল ক্যামেরা সাথে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ১গিগা হার্জ প্রসেসর এবং ওয়াইফাই।
সেটটির দাম পড়বে ৫,৯৯৫টাকা।
এ ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে। এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।