আমাদের কথা খুঁজে নিন

   

___ হরতালের কবিতা __

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

হরতালে রবি-র কাষ্টমার সার্ভিসে কোন ক্লাইন্ট নাই.. শুধু আমি আর ৩ জন কলিগ বসে বসে গল্প করছি আর চা খাচ্ছি। তাই বসে বসে কবিতা বানানোর চেষ্টা করলাম...হরতালের কবিতা ঠিক এরকম ----- ঐ দেখা যায় তাল গাছ, ঐ আমাদের গাঁ, হরতালের দিন ঘরে বসে ভুনা- খিচুড়ি খা... আয় ছেলেরা-আয় মেয়েরা ফুল তলিতে যাই, মিটিং- মিছিল সবই হবে,কোন লাভ ই নাই... বাংলাদেশের সকল থানা, সাহারা বিবির বৈঠকখানা... আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, বোমা আর ককটেল এর মিউজিক বাজে... ইচিং বিচিং টিচিং চা, ইটা মেরে পালিয়ে যা... আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, রাজপথে বের হয়ে লাঠির (পুলিশের)বাড়ি খা... বাপুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে ? আয় দাদা মেরে যা, দুটো গুলি ক....রে.....যা.... আকাশ জুড়ে মেঘ করেছে সুজ্জি মামা গেল পাটে, ধাওয়া খেয়ে পিকেটাররা যেদিক পারে ছোটে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।