আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম সাউথ আফ্রিকা-১



যাকই বলি সাউথ আফ্রিকা যাবো, সেই একটু ভ্রু কূঁচকে তাকায়!! আফ্রিকা কেন যাবো? ওটাতো ভয়নকর যায়গা!! এসবের উত্তর দিতে দিতেই প্লেনে ওঠার তারিখ চলে এল। এয়ারপোর্টে যখন অপেক্ষা করছিলাম, নানাজনের নানা কথা মনের মাঝে উঁকি দিতে থাকলো আর আমার একটু একটু ভয় লাগতে লাগলো। যাইহোক কাতার এয়ারলাইন্সে লাগেজ বুক করে চেক ইন করলাম আর এগিয়ে গেলাম ইমিগ্রেশান কাউন্টারের দিকে। মোটামুটি লম্বা লাইন। কাতারের রাজধানী দোহা হয়ে যেতে হবে।

এ কারণেই লাইনটা আরো লম্বা। কাতারে অনেক বাংলাদেশী ভাইয়েরা কাজ করেন। অনেকেই ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি কাঁটিয়ে ফিরে যাছছেন কর্মক্ষত্রে। একসময় আমার সিরিয়াল আসলো।

ইমিগ্রেশান অফিসার পাসপোর্ট হাতে নিয়ে জিগ্গেস করলেন কোথায় যাব? বললাম। সাথে সাথে উনি হাত থেকে পাসপো্র্ট টা ডেস্কের উপরে রাখলেন আর তাঁকিয়ে বললেন যে সাউথ আফ্রিকাতে প্রচুর লোক ভুয়া ভিসা নিয়ে যাছ্ছে। কাজেই আমার পাসপো্র্টে সিল মারার আগে ওনার বড় কর্মকর্তার সাথে কথা বলতে হবে। আমার অসস্হি টা আরো বেড়ে গেল। (শেষ করতে চেষ্টা করবো)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.