মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।
আমি আবারও তোর প্রেমে পড়তে চাই
বার বার যত খুশি ততবার,
তোর তরে এতটা টান অনুভব করি কেন ?
আমার এমন প্রেম ঘটিত পাগলামিতে
তুই কিছু মনে করলে, আমার কিছু যায় আসে না ।
আমি না হয় তোর এমন ভালোবাসায়
অস্থির থেকে মাতাল হলাম ।
যতবার তোর ঐ চোখের পানে আমার দু' চোখ রেখেছি,
অবাক বিস্ময় আমাকে উলটপালট করেছে বার বার ।
তোর এমন প্রাণ উজাড় করা ভালোবাসা পেলে,
কে না এমন পাগলামী করবে বল ?
আমি তোর এমন ভালোবাসার কাঙ্গাল হয়ে
বেঁচে থাকতে চাই অনন্তকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।