আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সালের যে সিক্যুয়েল মুভিগুলোর জন্য অধীর আগ্রহে বসে আছি

আমি একজন নিরাপদ ব্লগার ২০১২ সাল শেষ হয়ে ২০১৩ সালের পথচলা শুরু হয়েছে। সেই সাথে শুরু হয়েছে সমস্ত জল্পনাকল্পনা। কারন ২০১৩ সালকে চলচিত্র বোদ্ধারা দেখছে হলিউডের ব্লকবাস্টার মুভির মেলা হিসেবে। এর মধ্যে আমি যেসব সিক্যুয়েল মুভিগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, তার একটি তালিকা তৈরি করলাম। ১) Iron Man 3 Iron Man সিরিজের আগের মুভিগুলোর সাফল্যের পর এবং The Avengres এ Robert Downey Jr. এর অসাধারন অভিনয়ের পর এ বছরের সবচেয়ে আকাংক্ষিত মুভি হিসেবে ধরা হচ্ছে Iron Man 3 কে।

এই মুভিতে Iron Man কে নতুন আরমর্ড স্যুটে দেখা যাবে, যেখানে তাকে মোকাবেলা করতে হবে এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী শত্রু Mandarin এর সাথে । মুভিটি রিলিজ পাবে ৩ মে। ২) Man of Steel সুপারম্যান সিরিজের নতুন মুভি আসছে এ বছরই। 300 এবং Watchmen এর মত মুভির ডিরেক্টর Zack Snyder এবং The Dark night Trilogy এর ডিরেক্টর Christopher Nolan মিলে তৈরি করেছেন Man of Steel মুভিটি। এই মুভিতে দেখানো হবে Superman এর পৃথিবীতে আসা থেকে শুরু করে নানান ঘটনার মধ্যে দিয়ে তার বড় হয়ে ওঠা এবং তার সুপার হিউম্যান এ্যাবিলিটির কারনে কিভাবে তার জীবনের আমূল পরিবর্তন ঘটে যায়।

ছবিটি মুক্তি পাবে ১৪ জুন। ৩) Star Trek Into Darkness Star Trek সিরিজের নতুন মুভিটির ডিরেক্টর J.J. Abrams যার মুভি মানেই মানেই চমক। এই সিরিজের আগের Star Trek মুভিটির পরবর্তী ঘটনাবলী নিয়ে বানানো হয়েছে Star Trek Into Darkness মুভিটি। মুক্তি পাবে ১৭ মে। ৪) The Fast and the Furious 6 Fast and Furious সিরিজের ৬ নম্বর মুভি এটি যাকে Fast Six নামেও ডাকা হয়।

আগের সিরিজগুলোর ডিরেক্টর Justin Lin এই মুভিটির ও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। মুক্তি পাবে ২৪ মে। ৫) G.I. Joe: Retaliation G.I. Joe এর পর আসছে এই সিরিজের দ্বিতীয় মুভি G.I. Joe: Retaliation যাতে G.I. Joe এর অস্তিত্ব হুমকীর মুখে পড়ে যখন ইউ এস গভর্নমেন্ট এর ভেতর থেকে তাদের নিশ্চিন্হ করে দেবার আদেশ দেয়া হয়। মুভিটিতে আছে অসাধারন সব এ্যাকশন এর ছড়াছড়ি। আর বোনাস হিসেবে থাকছে Bruce Willis এর অনবদ্য অভিনয়।

ছবিটি মুক্তি পাবে ২৯ মার্চ। ৬) Thor: The Dark World Thor সিরিজের দ্বিতীয় মুভি Thor: The Dark World, যার কাহিনি শুরু হয় The Avengers এর শেষে Thor এবং Loki-র Asgard এ ফিরে যাবার পর থেকে। যেখানে Thor-কে মোকাবিলা করতে হয় প্রাচীনতম অন্ধকার জাতি Dark Elves-দের সাথে। মুভিটি মুক্তি পাবে ৮ নভেম্বর। ৭) Despicable Me 2 Despicable Me এর দারুন সাফল্যের পর আসছে Despicable Me 2, যার অন্যতম প্রধান আকর্ষন Minion গুলোর মজার কান্ডকারখানা।

মুক্তি পাবে ৩ জুলাই। ৮) The Hangover Part III আগের দুটি মুভির পর এবার আসছে The Hangover Part III, যদিও এবার কোন বিয়েতে বা কোন ব্যাচেলর পার্টিতে নয়, ঘটনা ঘটবে অন্য কোথাও। কি ঘটনা, তা জানতে হলে অপেক্ষা করতে হবে আর বেশ কটা মাস, কারন মুভিটি মুক্তি পাবে ২৪ মে। ৯) A Good Day to Die Hard John Moore এবার নিয়ে আসছেন Die Hard সিরিজের সাম্প্রতিক মুভি A Good Day to Die Hard, যেখানে Bruce Willis তার ছেলেকে উদ্ধার করতে রাশিয়া গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের মবদের সাথে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারী।

১০) The Wolverine X-Men Origins: Wolverine এর পরবর্তি মুভি The Wolverine নিয়ে আসছেন ডিরেক্টর James Mangold, যার কাহিনী শুরু হয় X-Men: The Last Stand এর পর থেকে। ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই। ১১) Monsters University সেই ২০০১ সালে মুক্তি পায় Monsters, Inc., এরপর ১১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে মুভিটির সিক্যুয়েল Monsters University, যেখানে দেখানো হয় Monsters, Inc. এ ঢোকার ১০ বছর আগে যখন Mike আর Sulley University of Fear এ পড়াশোনা করত, তখনকার লাইফ কেমন ছিল । ছবিটি মুক্তি পাবে ২১ জুন। ১২) Kick-Ass 2 এই মুভিতে Kick-Ass তারই মত কিছু সাধারন নাগরিকদের সাথে যোগ দেয়, যারা কস্টিউমের আড়ালে অপরাধ দমন করতে চায়।

অপরদিকে Red Mist তৈরি হতে থাকে Kick-Ass এর উপর প্রতিশোধ নেবার জন্য। ২০১০ এ Kick-Ass মুক্তি পাবার পর এবার Kick-Ass 2 মুক্তি পাবে ২৮ জুন। এগুলো তো ছিলো আমার পছন্দের অপেক্ষমান সিক্যুয়েল মুভিগুলোর তালিকা, আপনি ২০১৩ তে কোন কোন মুভির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছেন? * লিখাটিতে ছবির জনপ্রিয়তা অনুসারে কোন ক্রম করা হয়নি। ** সবগুলো রিলিজ ডেট ইউ.এস.এ-এর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.