জানা গেছে, বেবী নাজনীন এবারের নির্বাচনে নীলফামারি-৪ আসন থেকে নির্বাচন করার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আমার নমুনেশন পাওয়ার একটি সুযোগ রয়েছে। সবই সময়ের ব্যাপার। সব কিছুতেই সৃষ্টিকর্তার রহমত লাগে। আর আমার এলাকাবাসীও আমাকে চাইছে।
’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন,‘সবকিছুই আলাপ-আলোচনার মধ্যে করলে কাজ ভালো হয়। সঙ্কট চির জীবনেই থাকবে। এটাকে উতরে যেতে হবে। ’
রাজনীতি ও নতুন শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতির শিল্পী বা মজুর বলে কেউ নেই। সবাই ইচ্ছা করলেই রাজনীতি করতে পারে।
কারণ সবারই একটা দর্শন আছে। আর সুরকার, গায়ক যেই হোক না কেন তাকে ক্ল্যাসিক্যাল গানের চর্চা করতে হবে। শিকড় না জানলে কোন কিছ্ইু হয় না।
সম্প্রতি বেবী নাজনীন নতুন একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। এখন আছেন মুক্তির প্রতীক্ষায়।
কবে মুক্তি পাবে তার নতুন অ্যালবাম? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার অ্যালবামের কাজ কয়েক মাস আগে শেষ করেছি। দেশের এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে তা মুক্তি দেয়ার সাহস করলাম না। পরিস্থিতি স্বাভাবিক হলে চিন্তা করবো
খবরটি নেয়া হয়েছেঃ সরগোল নিউজ থেকে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।