মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।
সামু সার্চ করলে বের হয় নির্বাচিত পাতা। আর ব্লগারদের বাইরের অনেকেই জানেন না যে, এর বাইরেও 'সকল পোস্ট' নামে আরেকটি পাতা আছে।
সামুতে আগ্রহী অনেক পাঠক যখন সার্চ করে নির্বাচিত পাতায় পোস্টের সহসা কোনো পরিবর্তন দেখেন না, স্বভাবতই আগ্রহ উবে যায়। আর পোস্টের তেমন পরিবর্তন না হওয়ায় নিয়মিত ব্লগারদের অধিকাংশই নির্বাচিত পাতায় যান না। এ কারণে যাদের লেখা নির্বাচিত হয়, তারা কমেন্ট ও লাইক খরায় শেষ পর্যন্ত চরম হতাশ। অন্যদিকে 'সকল পোস্ট' বা অনির্বাচিত পাতায় একটা নতুন পোস্ট আধাঘন্টাও স্থায়ী হয় না। তাই এর লেখক-পাঠকরাও হাতাশ, অসন্তুষ্ট।
আমার কথা হচ্ছে, এ দুটো পাতার ব্যবধান যথা সম্ভব কমিয়ে আনা। নইলে এটাতো সমাজের ধনী-গরীব বৈষম্যই অনুসরণ করবে। আর গণতন্ত্রের বুলি যে মার খাবে বলার অপেক্ষাই রাখে না। অনেকে হয়তো সমাজতন্ত্রের ভাষায় বলে ওঠবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না।
আমি বুঝি না সামান্য কিছু লেখাকে- তাও বেশিরভাগই নিম্নমানের, অধিকাংশই পাঠকগণ পছন্দ করেন না, এর প্রমাণ ওই পাতার দিকে তাকালেই বুঝবেন- এত দীর্ঘ সময়ব্যাপী নির্বাচিত পাতায় ঝুলিয়ে রাখার মানেটা কি? তারচেয়ে বরং অন্যদেরও একটু একটু সুযোগ দেয়া উচিত।
সকল পোস্ট পাতায় যে একেবারেই ভালো পোস্ট নেই তা কিন্তু নয়। তাহলে কেন ওইসব পোস্ট নির্বাচিত পাতায় যায় না?
এখানে মডুদের যেমন ব্যর্থতা আছে, নির্বাচিত পাতার সুযোগধারীদেরও চিন্তার বিষয় আছে। সুযোগ পেলেই যে আগলে রাখতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া এতে তাদের লেখাও প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং পাঠকের বিরক্তি কুড়াচ্ছে। সবশেষে অনেকেই অন্য ব্লগে ছুটছেন, আর যারা নির্বচিত পাতার বাইরের পাতাটি সম্পর্কে অবগত নন, তারা আগ্রহ হারাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা একই লেখা দেখে।
আরেকটা বিষয়, অনেকেই বিখ্যাত হতে চান অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করে। যেমন তসলিমা, হুমায়ুন আজাদ করেছিল। তাই তরুণদের মনে যেন এমন ভাবনা না জাগে সেজন্য ইতিবাচক লেখাগুলোকে সবার উৎসাহিত করা উচিত। আমি নিজে কিছু এ ধরনের লেখালেখি করি। কিন্তু কারো সহযোগিতা ও উৎসাহ তেমন পাই না, আলোচনা তো হয়ই না।
আশা করেছিলাম ধর্ম ও রাজনীতি নিয়ে দ্বিতীয় বিতর্ক অথবা ধর্ম ও রাজনীতি : ধর্মভিত্তিক রাজনীতি ও নারী নেতৃত্ব প্রসঙ্গ লেখাটি নির্বাচিত পাতায় যাবে। অথবা না গেলেও অন্তত সামুর ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করে কিছু মতামত পাব। কিছুই হয়নি, তবে আমি আশাবাদী, হবে ভবিষ্যতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।