দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘(আপনারা) সরকারের প্রাইভেট বাহিনী হবেন না।’
রিজভী বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে মন্ত্রীরা পদ হারিয়েছেন। তাই এখন তাঁরা যদি মন্ত্রীর সুবিধাদি ব্যবহার করেন, তবে সেগুলো হবে অন্যায় ও বেআইনি।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘যেসব সাবেক মন্ত্রী এখনো গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার ও মন্ত্রীর মর্যাদা ভোগ করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন।’ তিনি আরও বলেন, ‘যদি আপনারা তাঁদের (সাবেক মন্ত্রীদের) বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে প্রমাণিত হবে যে আপনারা সরকারের প্রাইভেট বাহিনীর কাজ করছেন।’
দেশের সচিবদের উদ্দেশে রিজভী বলেন, ‘যদি মন্ত্রীরা আপনাদের কাছে ফাইল পাঠান, তাতে স্বাক্ষর করবেন না।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।