নতুন মূল্যতালিকা অনুসারে গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০ টাকা থেকে কমিয়ে ৪৭,০০০ টাকা করেছে স্যামসাং বাংলাদেশ।এছাড়া গ্যালাক্সি এস ফোর ৬৩,৫০০ টাকা থেকে কমিয়ে ৫৫,০০০ টাকা, গ্যালাক্সি কোর ২,০০০ টাকা কমিয়ে ১৯,৯০০ টাকা, গ্যালাক্সি গ্র্যান্ড ২৯,৯০০ টাকা থেকে ২৭,৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ফোর মিনি ৫,৫০০ টাকা কমিয়ে ৩৭,০০০ টাকা করেছে স্যামসাং।
আর এই নতুন মূল্য অনুসারে প্রতিটি স্মার্টফোনের মাসিক কিস্তির পরিমাণও পরিবর্তন করেছে তারা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড অথবা অ্যামেক্স ক্রেডিট কার্ড ব্যবহার করে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
গ্রাহকরা যে কোনো স্যামসাং স্টোর থেকে তাদের পছন্দের স্মার্টফোনটি এই সুবিধা ব্যবহার করে কিনতে পারবেন।
বাংলাদেশের বাজারে থ্রিজি আসার পর থেকেই স্মার্টফোন ব্যবহার বেড়েছে বলে জানিয়েছে স্যামসাং।
স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বাড়ায়, স্মার্টফোনের দাম কমানো হল- বলা হয়েছে স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।