আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরকে আলিঙ্গন করো, পাবে __



সুন্দরকে আলিঙ্গন করো, পাবে __ শাফিক আফতাব............. এই আকালের পর সুদিন আসবে, এই কার্তিকের পর ঘরে উঠবে ধান __ ক'টা দিন অপেক্ষা করো, দেখবে মুখে হাসি ফুটবে__হেমন্তের খেতে ভরে যাবে তোমার মন দুঃখ করোনা, মাত্র তো আর কটা দিন, বছরের শেষ দুটো মাস এভাবেই যাবে, দেখবে নববর্ষে সব নতুন হয়ে গেছে কচি পাতাদের মতোন তুমি পেলব পাখা মেলছো। অপেক্ষা কর, অপেক্ষার প্রতিটি শব্দকে প্রার্থনা মতোন পবিত্র করো আনত হও, পাবে, নিবিষ্ট হও, সুন্দর কে আলিঙ্গন করো, পাবে__সোনার হারিণ পাবে শান্তির প্রাঞ্জলতায় মুগ্ধ অনুভবে পাবে। সময় তো এক রকম যায় না সময় তো নদী, এঁকেবেঁকে চলে, একূল ভেঙে, ও কুল গড়ে আজকের রাজা কাল তো ফকির, আজকের ফকির কালকের রাজা, দুঃশাসনের শেষ হয় একদিন, হয়েছে, বিলুপ্ত হয়েছে কত রাজতন্ত্র, স্বৈরাচারতন্ত্র__ ভাঙাগড়া, গড়াভাঙা, জলডাঙা__এভাবে জীবন চলে , অনুগত হও, পাবে জীবনের পরাজয়, বিজয়ের অন্যনাম, দুঃখের জলে ভাসো কেনো, বুক ফুলে দাঁড়ায় বলিষ্ঠ হও, পাবে, এই আকালের পর আর কোনো নিদান আসবে না ঝড়ঝ্ঞ্ঝা সবটা সময় থাকেনা, মেঘভেঙে চাঁদ ওঠে__ফাঁদ কেটে যায়__আঁধারের প্রাচীর ভেদ করে আলো আসে, ভালোবাসা আসে, প্রার্থনায় নীত হও, পবিত্র হাতে আনত হও, শুভ্র আলোর ভেলায় ভাসায় হৃদয়, পাবে, সত্যি সাফল্য পাবে, জীবনে প্রেম আর শান্তি দুটোই পাবে, ১২.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।