মঙ্গলবার রাতে আকাশে ছিল সপ্তমির চাঁদ, আর এ কালের হিমুদের হাতে হাতে মোমবাতি।
গাজীপুরের নুহাশ পল্লীতে গাছ লাগিয়ে, কেক কেটে, কবরে ফুল দিয়ে রাতভর জলসায় তারাই হিমুস্রষ্টা হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিনের কর্মসূচির সূচনা করলেন।
মোহের আফরোজ শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে এবার স্বামীর জন্মদিনে তাদের নুহাশ পল্লীতে যাওয়া হয়নি। তবে রাত ১২টা ১মিনিটে হুমায়ূনের কবরে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়েছে ভক্তরা। জন্মদিনের কেক কেটেছে।
হুমায়ূনের জন্মদিন পালনে ঢাকা থেকে নুহাশ পল্লীতে গিয়েছিলেন ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন’ এর প্রায় ৫০ জন সদস্য।
আর প্রথম প্রহরে শাওন ঢাকার বাসায় সন্তানদের নিয়ে স্বামীর জন্মদিন পালন করেন। বুধবার বিভিন্ন সংগঠন আয়োজিত অনুষ্ঠানেও তার যোগ দেয়ার কথা রয়েছে।
জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো তার জন্মদিন পালন করছেন ভক্তরা।
‘হিমু পরিবহন’
হিমু পরিবহনের উদ্যোক্তা ঢাকার তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. জোবায়ের কবীর তুষার জানান, ‘হুমায়ূন স্যারের’ জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীর বিভিন্ন স্থানে ৪০ ডজন মোমবাতি জ্বালান তারা।
কবরে শ্রদ্ধা নিবেন ও কেক কাটার পর রাতভর চলে গানের জলসা।
প্রিয় লেখকের জন্মদিন উদযাপনে হিমু পরিবহনের ছেলেরা এসেছিল হলুদ পাঞ্জাবী পরে। আর মেয়েরা এসেছিল নীল শাড়িতে।
তুষার জানান, হুমায়ূন আহমেদের কাজকে মানুষের হৃদয়ে ‘জাগিয়ে রাখতে’ গত ১৯ জুলাই ফেইসবুক গ্রুপ থেকে ‘হিমু পরিবহন’ এর শুরু। বর্তমানে দেশবিদেশে ছয়শ’র মতো সদস্য রয়েছে তাদের সংগঠনে।
তারা প্রায় সবাই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুমায়ূনের জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে সেখানে মিলাদ আর দোয়া হবে। সারাদিন নুহাশ পল্লী থাকবে সবার জন্য খোলা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের জন্ম। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিজের হাতে গড়া নুহাশ পল্লীর লিচু বাগানেই তাকে দাফন করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।