"পূর্ণিমা রাতে এসো মেতে উঠি জীবনের জয়গান শুদ্ধ সঙ্গীত উৎসবে' এই শ্লোগানকে ধারণ করে আজ বৃহস্পতিবার সারারাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্ত মঞ্চে চাঁদ দেখা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত পূর্ণিমার চাঁদ দেখার সঙ্গে সঙ্গে ধ্রুপদী বাংলা গানের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
রাতভর গান পরিবেশন করবেন শম্পা রেজা, নাশীদ কামাল, রেজওয়ান আলী, শিউলী ভট্রাচার্য, মুরাদ, নিশিত দে, সঞ্জীবন স্যানাল, বিজন মিসি্ত্র, ইফতেখার ডলার, গৌতম ও নীলয় প্রমুখ শিল্পীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।