আমাদের কথা খুঁজে নিন

   

হাইয়ান ত্রাণকাজে অনলাইন ম্যাপিং

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, শনিবার থেকে চার শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে। তারা এ পর্যন্ত ফিলিপাইনের দুর্গত এলাকার ৭ লাখ ৫০ হাজারেরও বেশি তথ্য অন্তর্ভুক্ত করেছে।
এ পদ্ধতি ঝড়ের আগের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তথ্য তুলে ধরছে। রেড ক্রসের কর্মী ও স্বেচ্ছাসেবীরা খাদ্য, পানীয় ও অন্যান্য ত্রাণ সরবরাহের ক্ষেত্রে কোথায় আগে পৌঁছাতে হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করছে ওই ম্যাপ।
এ বিষয়ে আমেরিকান রেড ক্রসের সিনিয়র জিওস্প্যাসিয়াল ইঞ্জিনিয়ার ডেল কান্স বলেন, “রেড ক্রস আন্তর্জাতিকভাবে তাদের নানা প্রকল্পে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার এবং ওই বিষয়ের তথ্য জমাতে শুরু করেছে কিছুদিন হল।


ফিলিপাইনের মানবিক বিপর্যয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ। এটি উইকিমিডিয়ার একটি সেবা। তাদের লক্ষ অনলাইনে একটি বিনামূল্যের বিশ্ব মানচিত্র তৈরি করা। যেটি ব্যবহার করার পাশাপাশি সম্পাদনা করা যাবে। ১০ লক্ষাধিক ব্যবহারকারীর এই ম্যাপটি চালু হয়েছে ২০০৪ সাল থেকে।


এর আগেও নানা মানবিক বিপর্যয়ে ওএসএম ব্যবহার করা হয়েছে। তবে টাইফুন হাইয়ানের ক্ষতি কাটিয়ে উঠতে এবারই প্রথম রেড ক্রসের সঙ্গে কাজ করছে ওএসএম-এর স্বেচ্ছাসেবীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।